মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬

আকুল - ব্যাকুল

চোখ যতদূর চায় শুধু বিস্তীর্ণ শুন্যতায় ভরা বিষাক্ত শোষিত কষ্টরুপী আমোদিনী -
কেউ দিচ্ছে হাত বাড়িয়ে কিন্তু সেখানেও যেন কত সংকীর্ণতা --
আকুলতা, ব্যাকুলতা, ছিন্নমূল অপলক কিছু অব্যাক্ত কথা আছড়ে পরছে চলনভূমিতে -
নিম্নচাপে ঘনীভূত অনুভূতিহীন কায়া আজ একা মনের এখানে সেখানে খুজছে কবর - #ঋষি

নতুন প্রেম ...

ঝিরি ঝিরি বৃষ্টিতে হালকা ভেজা তুমি আর আমি -
নতুন পিচ ঢালা নীবর প্রশস্ত রাস্তাটিও বাদ যায়নি -
প্রকৃতির মাতাল হাওয়ায় উড়ে গিয়ে তোমার চুল পরছে আমার গালে -- 
গাইছি গুরুর গান বেসুরো গলায়, সবকিছু মিলিয়ে দৃশ্যপট টেনেছে আমাদের --
" সময়ের ব্যাবধানে কাহিনী,চিত্রপট ও চরিত্রগুলোই শুধু বদলায় কিন্তু প্রেম ঘুরে ফিরে আসে বারংবার সবার আঁধার মনে " #ঋষি