মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩

সুদ কষা ...

সূর্য উদয় আর সূর্যাস্তের সময়ই খুঁজে পাই,
আমার স্বপ্ন গুলোকে বিসর্জন দেওয়ার তিক্ত অনুভূতি ..।।
সাগরের নোনা  জলে আর চোখের জলেই শুধু  খুঁজে পাই তোমাকে হারানোর বেদনা ...।।
ক্যালকুলেটর ধরেও মিলাতে পারছি না জীবনের চাওয়া পাওয়ার হিসাব ......।।
ঘড়ি দেখেও বলতে পারছি না বাঁচবো আর কত দিন ...।।
তবুও সময়ের উপর ছেড়ে দিলাম আমার আত্মাকে...।।
সময়ই খুঁজে নিবে আমাকে সময়ের প্রয়োজনে ...।। 

অশ্লীলতা ...

ভালবাসা বিশ্বাস এখন নির্ভর করে শারীরিক চাহিদার উপর। আবেগের বশে প্রেমিক প্রেমিকরা দৈহিক কামনায় লিপ্ত হয় । কিন্তু এই কামনার ফলে এক ধরনের মানসিক অথবা জৈবিক চাহিদার সৃষ্টি হয়।
এই ঘটনা বার বার পুনরাবৃত্তির ফলে সেখানে আর ভালবাসা থাকে না, চলে আসে জৈবিক চাহিদা। তাই বলা বাহুল্য প্রেমিক প্রেমিকাদের জন্য" বিড়াল যদি মাছের গন্ধ পায় সে বার বার খেতে চাইবে"
কেন এই ভালবাসার মত প্রবিত্র বস্তুতে অশ্লীলতা মিশাতে গিয়ে শেষ মেষ ভালবাসাকে বিসর্জন দিতে হয় ?
 

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩

মৃত্যুর মিছিল...

মৃত্যু যেখানে আজ জীবনের কাছে পরাজিত .....
জীবিকার তাগিদে বেঁচে থাকার অদম্য স্পৃহা ।।
দেয়ালের পর দেয়ালে ছড়িয়ে পরেছে শ্রমজীবী মানুষগুলোর রক্ত ।
মাটির নিচে চাপা পড়েছে ওদের ছোট ছোট সপ্ন গুলো ...
তবুও থামছে না শোষকদের রক্ত চোষার প্রবণতা ... নৈতিক মূল্যবোধ যেখানে আজ পদদলিত...
স্বজন হারানোর ব্যথা সেই বুঝে যার হারায় ...... তবুও যেন থামতে চাইছে না লাশের মিছিল ।।

শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

অভিজ্ঞতা লব্দ জ্ঞান !!!!!!!!

কেউ যদি কারও সম্পর্কে ভাল মন্দ কিছু না জেনে না বুঝে তার সম্পর্কে মন্তব্য করে এটা কি মেনে নেওয়া যায় ??
আমি তো বলিনি আমাকে পরখ করো , আমাকে বুঝার চেষ্টা করো ..।।
তবুও বলল আমাকে সে ঘৃণা করে !!!!!!!!!!
আজব দুনিয়া ... আরও বেশি আজব এর প্রাণী গুলো ...

প্রশ্ন ......

শুধু তোমাকেই ভালবাসতে চায় এই মন ...
তাইতো আমি মজনু হলাম ...।।
শুধু তোমাকেই দেখতে চায় এই মন ......
তাইতো আমি পথিক হলাম ...।।
জানি না এ কেমন অপেক্ষা ...... কিভাবে কাটবে প্রহর গুলো ??
যাকে আমি চাইলাম ... আদৌ  কি তাকে আমি পেলাম ??
কি লাভ হল হৃদয় ভেঙ্গে ... কোন স্বর্গ সুখ পেলে তুমি ??

সঙ্গী ...

সবার ভাগ্য সময়ের হাতে ... আয়না আছে কিন্তু চেহারা গুলো মিথ্যা ...।।
সাফল্য পেলও কিছু অপূর্ণতা থেকে যায় ,
যদি সাফল্যকে ভাগা ভাগি করার মত কোন সঙ্গী না থাকে ...।।
তাই সঙ্গী ছাড়া সব কিছুই অপূর্ণ ....।।

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

অধরা ভালোবাসা ......।।

মনে হচ্ছে সব রং গুলো দূরে চলে গিয়েছে আমার জীবন থেকে ... সব কিছু আজ বৃথা মনে হচ্ছে ।। কল্পনার রাজ্যে আজ আমি রাজা...।। 
কিন্তু বাস্তবতার রাজ্যে আমি রাজ্যে আমি শুকনো পাতা ছাড়া কিছু নই ... শুধু ঝড়েই গেলাম.... (খসড়া ১)
 

পৃথিবীর সব কোলাহল থামলে মনে হয় , এসে গেল রাত ...।।
খুব কষ্ট হয় এই সময়টুকু পার করতে ...।।
ভয়ানক একাকীত্ব আর দুঃসহ যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খায় ...।।
জানি না কেন এই রাত , এখন আমার বড় শত্রু হয়ে গেল ...।।

এইতো কিছু সময় আগেও এই রাতে চোখ বুজে কল্পনার রাজ্যে রাজত্ব করতাম...।।
কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো ??  (খসড়া ২)


আগের থেকে এখন অনেক ভালো আছি ......... এখন আর কাঁদি না ...।।
শুধু আফসোস হয় আসলে কে কাকে হারাল ...???
আমি হারালাম নাকি না সে আমাকে ????????? 

যা হল ভালই হল ......... এখন আমি মুক্ত !!!
!!!!!!!!! ভেঙ্গে মোর ঘরের চাবি ... নিয়ে যাবি কে আমারে !!!!!!!!!!! 
(খসড়া ৩)


হতে পারে অন্য কারো জন্য আমার অন্তরের ভালোবাসার দরজাটি আজ বন্ধ ......
কিন্তু মনের জানালা তো সব সময় খোলা থাকে সবার জন্য ...

কেউ এসে এখন আমাকে আলকিত করতে পারে আবার আমাকে সুখের ভেলায় ভাসাতে পারে ... কিন্তু আমাকে এখন আর কাঁদাতে পারবে না ......।।
কারন আমি হোঁচট খেয়ে শিখেছি কিভাবে মানুষ চোখের পলকে ধোঁকা দিতে পারে ......।।
তোমার এই বিশ্বাস এর মূল্য আমি আমার জীবন দিয়ে হলেও আমি রক্ষা করব ......।।
শুধু তুমি আমকে ধোঁকা দিও না ......।।
(খসড়া ৪)



শুরু থেকে শেষ অব্দি আমি একাই ছিলাম .....
মাঝে কিছু মিছে মায়া ঘিরে রেখে ছিল আমায়......।।
দু চোখে আজ শুধু ঘুম আর ক্লান্তির ছায়া ......... রাত জেগে আর কি হবে ??
কেউ তো আর আমার জন্য জেগে থাকবে না .........।। 

ভালোই হল ।। ঝামেলাটা বিদায় হল... হাফ ছেড়ে বাঁচলাম ............ (খসড়া ৫)

ছেলেমানুষি ...

নীলিমার দিগন্তের শেষ কোনে .....
রংধনুর রং গুলো আজ ছড়িয়ে দিলাম আমার অন্তরের ক্যানভাসে...।।  
কাঁচা হাতে আঁকছি ছবিটি ...... 
কখনো এবড়ো থেবড়ো হচ্ছে কিন্তু রং নিয়ে খেলাটা এখন জমে উঠেছে ...।।
রোদের আলোয় আর রাতের জোছনায় ছবিটি মনের জানালায় উঁকি দেয়...
কিন্তু ক্যানভাসে ছবিটি ধরা দিচ্ছে না ..........।। 
আমি যে আজ বড় ছন্নছাড়া কারন ছবিটি আমার চাই চাই ......।।

বাজে খসড়া ...

তোমাকে ছাড়া আমি বাঁচবো তবে কেন এতো করুনা ??
তোমাকে ছাড়া আমি সব সইবো তবু তোমাকে আর না ...।।
তোমাকে ছাড়া আমি কাঁদবো তবু আমার চোখের জল তুমি না ......।।
তোমাকে ছাড়া আমি সব সত্য মেনে নিবো তবু কেন এতো মিথ্যা বল ??
তোমাকে ছাড়া আমি বাঁচবো ... তোমাকে ছাড়া আমি সব সইবো ...
তোমাকে ছাড়া আমি কাঁদবো... তবু তোমার কাছে আর ফিরব না .........।। ( ১ম পর্ব )



শত শত কবিতা ছুড়ে ফেললাম তোমার ঐ কুৎসিত মনে ......।।
লজ্জা হল না তোমার ছুড়ে ফেলা কবিতাগুলো বুকে আগলে রাখতে .........।।
তোমার যত ভালো লাগা সব আমি নিলাম আর তোমাকে শুধু ঘৃণাই করলাম ......।।
তবুও তুমি বেঁচে থাকো এই ধরণীর বুকে ......
ঘুমিয়ে থাকো নরম ঘাসে ... মাথা রাখো তুমি আমার বুকে ......।। সিক্ত হও তুমি অতল জলে...।।
( ২য় পর্ব )

সহ্য

আমি আর চাই না কেউ আমাকে ভালো জানুক .....
আমি আর চাই না কেউ আমার জন্য কাঁদুক.........
সবাই আমাকে ভুল বুঝুক ...... সবাই আমাকে পাপী ভাবুক ......
তবুও আমি বদলাবো না ...... মানুষকে বিশ্বাস করে যাবো ......।।
কেউ বিশ্বাস ভাঙ্গলে ভাঙ্গুক .........।। শুধু একটু না হয় কাঁদবো ...... তবুও আমি সইবো ......

বৃষ্টি সমাচার ...।।

প্রকৃতির কাছে মানব জাতির অনেক কিছু শিখার আছে ... কারন কিছু বিশেষ ক্ষেত্রে প্রকৃতির মানসিক ক্ষমতার কাছে মানব জাতি খুব দুর্বল ...... যেমন
" প্রকৃতি তার সব কষ্ট গুলো বৃষ্টির মাধ্যমে ঝরিয়ে দিচ্ছে আর নতুন করে নিজেকে সতেজ করে সাজিয়ে নিচ্ছে... কিন্তু মানব জাতি তার সব কষ্ট গুলো শুধু চোখের জল দ্বারা ঝরিয়ে দিতে পারি না বরঞ্চও জীবন চলার পথে কষ্ট গুলোকে বোঝা করে সামনে আগানোর প্রত্যয়ে সংকল্প হয়..."
যাহা মোটেও মানব জাতির কাছে কাম্য নয়......