মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

লীলাবতী ...

সব আশা পূরন হয় না তাই বলে কি আমি স্বপ্নের দিগন্তে ছুটে যেতে পারি না ??
সোডিয়াম আলোয় সব রঙ ধাঁধা খেলে তাই বলে কি আমার রংগুলো মিথ্যে হয় যাবে..?
হতাশ দুপুরে কিছু অবাস্তব উত্তর খুঁজে ফিরি তাই বলে কি আমার প্রশ্ন করাটাই ভুল হয়ে যাবে...?
বুলি আওড়াতে গিয়ে কোন শব্দ খুঁজে পাই না তাই বলে কি আমি বোবা হয়ে যাবো...?
জেনে রাখো, আজো মনে পড়ে এক মুঠো ভালো লাগা থেকে অবেলায় ফোটা সেই ফুলেটির কথা...!!
শতরুপা নামে অখ্যায়িত সেই ফুল আজো বুকে নিয়ে চলছি এবং চলে যেতে চাই বহুদূর ...!!
তাই অকারনে আমাকে আটকে রেখো না লীলাবতী ...!!

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫

বুমেরাং ...

নতুন ইচ্ছের নীল রংগুলো যখন আকাশ ছুঁয়ে যায় তখন আমি এক আহত যোদ্ধা গানের ছন্দে গুন গুন করি যুদ্ধের ময়দানে আমার হারানো অনুভূতিগুলোকে নিয়ে..!! 
শব্দ খুঁজে পাই না গান বাধার তবুও গেয়ে যাই গান গুন গুন করে..!!
এই বিশেষ অনুভূতিটা যদি ইচ্ছের সাথে বোতলবন্দি করে ভাসিয়ে দিতে পারতাম সাগরের জলে তবে হয়তো বুমেরাং হয়ে তোমার কাছেই বোতলটি ফিরে যেতো আর খুঁজে পেতে তুমি আমার লেখা এই সাতকাহন আর ভাবতে হয়তো কেউ প্রলাপ বকছে...!!

বুধবার, ১৪ জানুয়ারী, ২০১৫

কিছুই বলার নাই..!!

ইদানিং প্রায়শই তোমার শুন্যতা আমার মনকে খুব বিচলিত করে তোলে..!!!
পরিস্থিতি আজ এমন হয়েছে যে, তোমার কন্ঠ শুনতে চাওয়াটাই এখন নিজের কাছে অনেক আধিক্যেতা হিসেবে গন্য হয়..!!
ভুলে গেছো আমাকে অনেক সহজে আর যাওয়াটাই স্বাভাবিক শুধু তোমাকে আমার মনে পড়াটাই  অস্বাভাবিক..!!
সমাবর্তন অনুষ্ঠান যদি কোন ভাবে আমাদের মিস হয় তাহলে হয়তো জীবনে আর কখনোই দেখা হবে না শেষ বারের মত ..!!!