মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

অকৃতজ্ঞতা ......।।

না বলা কথাগুলো আজ জমেছে মেঘের মত ... মনের কষ্টগুলো এসে ঝরিয়েছে বৃষ্টি ...
চেনা অচেনা অনেক লোকের ভিরে হারিয়েছি কাছের মানুষগুলোকে ...
নিজেকে ধু ধু বালুচর করে ... ভরেছি সবার মন জোয়ারের পানি দিয়ে ...
অদ্ভুত সেই সময়গুলো .... চোখের পলকে আজ সবাই ভুলে গেল ...
হয়ত একদিন থাকবো না ... ভুলে যাবে সবাই আমাকে সময়ের স্রোতে ...
শুধু থেকে যাবে আমার কথাগুলো মেঘের মত আর কষ্টগুলো এসে ঝরাবে আবার সেই বৃষ্টি ...

শনিবার, ১৫ জুন, ২০১৩

ভালবাসার বৃত্ত ...।।

ভালবাসা একটি বৃত্তের ভিতর কেন্দ্রীভূত থাকে । হাসি-কান্না, সুখ-দুঃখ সব ঐ বৃত্তকে ঘিরে ।
বাহিরের কোন দমকা হাওয়া কিংবা সমাজের কোন বাধা এই বৃত্তকে ভেদ করে ঢুকতে পারে না ।
তাই ভালবাসলে ঐ বৃত্তের ভিতরে থাকা অনেকটা নিরাপদ । কিন্তু বৃত্তের ভিতরের মানুষগুলোর কোন স্বাধীনতা থাকে না । বাহিরের দুনিয়াকে তখন পর করে দিতে হয় নিজেদের তৈরি করা শর্তের জন্য । আর এই শর্তগুলোই একসময় কাল হয়ে দাড়ায় । কারন এই শর্তগুলোর কারনেই এক সময় এই ভালবাসার বৃত্তটি ভাঙ্গে ।

রবিবার, ৯ জুন, ২০১৩

এক পলক ভালবাসা ......।।

অপলক দৃষ্টিতে দেখা আর এক পলক দেখার মাঝে কোনটি সর্বোত্তম ।।
আমি বলবো একপলক...একপলক দেখার মাঝে হয়ত কোন বিশেষ ভালো লাগা নেই ... কারন এখানে কিছুটা অপূর্ণ থেকে যায় ... কিন্তু এই একপলক দেখাই সারাজীবন মনের জানালায় নাড়া দেয় ।
একপলক দেখার মাঝে যে শান্তি হাজার খুঁজলেও অপলক দৃষ্টিতে খুঁজে পাওয়া না ....
কারন এই একপলক দেখাই মনের আকাঙ্খা বাড়িয়ে দেয় আবার একপলক দেখার জন্য ....

নারী ...।।

সময়ের মত নারীজাতি কারো জন্য অপেক্ষা করে না । বলতে গেলে এক কথায় অপেক্ষার সাথে তাদের এলারজি আছে !! আর সময়ের সাথে সাথে যেহেতু সবই বদলায় সেহেতু নারীদের মনটাও বা কেন বদলাবে না। আজ হয়ত কথা বলছে ছেলেটার সাথে কাল হয়ত নাও বলতে পারে। এটাই স্বাভাবিক। ভয়ের থেকে ভাল,তাকে মনের কথাটি বলে তার মতা মতটা জেনে নেওয়া। নাহলে সারাজীবন আক্ষেপ হয়ে থাকবে কথাটি। আর বলতে হবে,ইসস...আর একবার যদি !!!
তাই সময় থাকতে মনের কথা বলা উচিত নয়তো.......ঐ ইসস...নিয়াই থাকতে হবে !!