রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩

আফসোস ...

" জীবনে অনেক স্বপ্ন আছে কিন্তু স্বপ্নগুলো যদি স্বপ্নই থেকে যায় এর থেকে বড়
আফসোস হয়তো কিছুই নেই এই জীবনে ..... "

অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু প্রতিকূলতার জন্য স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারছি না ...  আর মাত্র কয়েকদিন, এরপর জীবনযুদ্ধে নামতে হবে ডামাডোল পিটিয়ে ... আমি ভয় পাচ্ছি না মোটেও কিন্তু আমার আফসোস হচ্ছে আমার স্বপ্নগুলোকে নিয়ে ...  শেষ পর্যন্ত আমার স্বপ্নগুলোকে বিসর্জন দিতে হল ...
এক সময় আমারও দিন আসবে কিন্তু সময়ের অভাবে আর পারিপার্শ্বিক পরিবেশের কারনে আমি পারব না স্বপ্নগুলোকে পূরণ করতে ...  !!

আজও আমি আফসোস করলাম আর ভবিষ্যতে সবকিছু থাকা সত্ত্বেও ঐ আফসোস নিয়েই আমার থাকতে হবে ... !! জীবন এত  নিষ্ঠুর  হয় কেন  ??

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

Truely Hero ... Bangladsh Army

ছোট বেলায় সবাই জিজ্ঞাসা করতো, বড় হয়ে তুমি কি হবে ??
আমার বন্ধুরা বলত ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, শিল্পী আরও কত কি !!
আমি বলতাম আমি আর্মি ম্যান হব ... তখন সবাই একটু বাঁকা চোখে দেখত আমাকে ... তখন মনে হতো আমি হয়তো কোন ভুল কিছু বলে ফেলেছি !!

বড় হওয়ার সাথে সাথে ইচ্ছাটা আরও তীব্র হল এবং আমি আমার স্বপ্নের পিছনে ছুটেছিলাম কিন্তু আমি পারিনি ... হয়তো আমার ইচ্ছায় অথবা আমার চেষ্টায় কোন কমতি ছিল !!

ঠিক ছোটবেলার মত আজও আমার ইচ্ছা আর্মি ম্যান হওয়া...
কিন্তু আমি জানি এখন আর সম্ভব না আমার পক্ষে ...

আমার পরিচিত এক লোক আছে , উনি ইংলিশে একটা কথা বলেন কটূক্তি করে আর্মিদের উদ্দেশ্য ... যা শুনতে খুব খারাপ ...
"Those are living an ordinary life like army man they are just SOB !! "
উনার কথাটি বলার পিছনের যুক্তিটি আপনি শুনলে এক পলকেই যে কেউ উনার কথায় সায় দিবেন ... কিন্তু একটু গভীরে গিয়ে চিন্তা করলেই সাথে সাথে আপনার মন চাইবে উনাকে মাটির নিচে পুঁতে ফেলতে !!!
উনার বক্তব্য " উনার অনেক টাকা আছে, সমাজে উনার সম্মান আছে কিন্তু কেন উনি যখন রেলের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ান তখন সৈনিকরা উনার আগে কেন কোন লাইন ছাড়া টিকিট পান !! কেন উনার মত টাকা পয়সাওয়ালা লোক থেকে সৈনিকরা সব জায়গায় প্রাধন্য পায় !! "

উনাকে আমার বলা উচিত ছিল। " এই যে আর্মিরা আপনি বছরের পর বছর নির্ঘুম রাত উপহার দেয় নিজের ঘুম হারাম করে, নিজের পরিবার ত্যাগ করে, নিজের উপর হাজারো ঝুঁকি নিয়ে, আপনি কি পারবেন এর ঋণ শোধ করতে ?? "
আপনার হয়তো সম্মান আছে, অনেক টাকা আছে কিন্তু আপনার ভিতরে আত্মত্যাগ বলে কিছু নেই, তাইতো আপনি সামান্য লাইনের দোহাই দিয়ে আপনি আর্মিদের SOB বলে নিজেকে নঃপুস্পক বলে প্রমান দিয়েছেন ...

ঐ দিন আমি এই কথা বলে উনার সামনে প্রতিবাদ করতে পারিনি কারন আমার স্বার্থ জড়িত ছিল উনার সাথে ... আর এখন আমি উপলব্ধি করছি নিজের এই স্বার্থপরতার জন্যই আমি আমার স্বপ্নের আর্মি ম্যান হতে পারিনি ... !!
এই দেশের বীর সন্তান তোমরা ... তোমাদের মত আমি হতে পারলাম না কারন আমি কাপুরুষ ... আমাকে মাফ করে দিও তোমারা ... হাজার সালাম তোমাদের ...

রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩

আজব ভালোবাসা ...

তোমাকে পেয়েছিলাম আমি যখন নিজেকে আমি ক্ষয় করে দিচ্ছিলাম ...
টেনে তুলেছিলে আমাকে ঐ ধ্বংসস্তুপ থেকে ...
দিয়েছ কিছু মিষ্টি হাসি আর আজব আজব সব কথা !!
শুনতে খুব ভালো লাগত আর ভাবতাম, " আজব !! এই মেয়ে এমন কেন ? "
বহুদিন পর কাউকে নিয়ে ভাবতে শিখিয়েছ তুমি ...
আর ভাবনার মানুষটি ছিলে শুধুই তুমি, তাই ভেবেছি তোমাকে নিয়ে আর তাইতো আজ ভাবতে ভাবতে পরে গেছি আমি তোমার প্রেমে !!!

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

ভালবাসার প্রথম বর্ষা ...

তুমি ছিলে আমার হৃদয়ের সমস্ত জায়গা জুড়ে ...
তোমার সাথেই ছিল আমার বসবাস নিজেকে নিঃস্ব করে ...
তোমার সাথেই ছিলাম আমি সবসময় নিজেকে উজাড় করে ...
কেউ ছিল না শুধু তুমি ছাড়া আমার এই শূন্য পৃথিবীতে ...
আমার ভালোবাসা ছিল শুধু তোমাকেই ঘিরে ...
কাছে এসে যদি একটু বুঝতে, একটু যদি আমাকে ভালোবেসে কাছে টানতে ...
জানি তুমি তা করনি আর করতে পারবেও না, কারন তোমার ভালোবাসা কখনো আমার জন্য ছিল না ...
তবুও তুমি ছিলে আমার প্রথম বর্ষার সেই ভালবাসার বৃষ্টি ...
আর তাইতো বৃষ্টি হয়ে শুধু কাঁদিয়েছ কিন্তু ভালবাসলে না এই আমাকে ......

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

একাকী আত্মপক্ষ সমর্থন ...

আমাদের ৫১বর্তী পরিবারগুলো ভাঙতে ভাঙতে আজ এমন আকারে নিয়েছে যে আমারা এখন না চাইলেও অটোমেটিক স্বার্থপর হয়ে যাচ্ছি !! যা খুবই ভয়ংকর একটি জাতির উন্নতির জন্য।
খুব প্রয়োজনের কথা দূরে থাক, আমারা আশেপাশের মানুষগুলোকে এড়িয়ে চলার জন্য
কতটা নিচে নামি মাঝে মাঝে !!
খুব খারাপ লাগে যখন কাউকে দেখি এই ধরনের কাজগুলো করতে। কিছুই বলতে পারি না ...
চুপ করে শুধু দেখি !! সবাই শুধু নিজেকে দেখানোর জন্য ব্যস্ত ...

আমারা যারা এই ঢাকার চার দেয়ালে খাঁচার ভিতর থাকি ...
আমাদের আনন্দগুলো স্বভাব বশত একটু হাস্যকর হয় ...কারন আমারা অনেক ছোট ছোট বিষয়ে অনেক আনন্দ খুজি এবং খুঁজেও পাই !! আমাদের কাছে বিনোদনের নাম হল ...
১) হাতিরঝিল ২) বসুন্ধরা সিটি ৩) বেড়িবাঁধ ৪) আশুলিয়া ৪) ফ্যান্টাসি কিংডম !!
আর নতুন সংযোজন  " যমুনা ফিউচার পার্ক "  !!!
খুব বেশি দিন আর নেই আমাদের রোবট হতে ... হতেও পারে এই পৃথিবীতে আমারা সবার আগে মানুষরুপী রোবট হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করবো  !!!
কারন আমাদের পক্ষে অসম্ভব বলে কিছুই নেই ... আর আমাদের জাতির নোবেল প্রাইজ থেকে দুর্নীতির প্রথম প্রাইজ পাওয়া পর্যন্ত সকল ধরেনের প্রাইজ পাওয়ার অভিজ্ঞতাই আছে !!

আজ আমারা ভাল মন্দ বিচার না করে বাহিরের বিভিন্ন কালচার আমাদের ভিতর ঢুকিয়ে নিচ্ছি ..
হয়তো আমার মত জেনারেশনই আমাদের নিজস্ব বাঙ্গালী অস্তিত্ব শেষ দেখছে !! এর পর হয়তো আর কেউ দেখবে না আগের মত ... দেখেলেও ঐখানে বাঙ্গালী কম বিদেশী থাকবে বেশি ...
সবাই শুধু শো-ডাউন নিয়ে ব্যস্ত থাকবে ... কে কার থেকে কত বেশি সুখি এই শো-ডাউন !!
কিন্তু ভিতরে কিছুই থাকবে না সুখ নামের ...সব থাকবে শূন্য !!
এখনো সময় আছে ... হারিয়ে যাওয়ার মত সময় এখনো হয়নি ...

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

বেঁচে থাকা ...



সময় গুলো চলে যাচ্ছে ...।।
ধূসর রোদে আবছা আলোয় ......।।
নীল আকাশ আর নীল নীল কষ্ট গুলো ....।।
না আছে আসমান না আছে জামিন...
পাখি গাইছে গান , দুলছে বৃক্ষের পাতা ...
বলছে শুধু তুমি আছো এই হৃদয়ে ......।।
শুধু আমিই নেই কিন্তু আছে আমার নিঃশ্বাস আর বুকের স্পন্দন ...।।
এতো গভীর ভালবাসা আর এতো কাছে আসা...।।
আজ আমি থেকেও নেই তোমার ভালবাসার মাঝে ...
তবুও আমি বেঁচে আছি ... বেঁচে থাকবো শুধু আমার ভালোবাসার মাঝে ...।।

না বলা কথা ...



একটি কথা মুখে এসেও আসলো না ...
শুধু চোখের ভাষায় রয়ে গেল ...
কখনও তুমি , কখনও আমি বলতে গিয়েও পারিনি .........
কিন্তু কথাটি ছিল আমাদের দুজনের...।।
শুধু অনুভব করতাম  কি বলব ?
কিন্তু অনুভবই কি সব ?
কথাটি কি ছিল আমি জানি আবার তুমিও বুঝো...
কারও কাছে লুকিয়ে রাখিনি... সবাই জানতো...
শুধু আমরাই বলতে পারিনি মুখ ফুটে .........।।

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

হাস্যকর অনুতাপ ...

# ছাত্র থাকা অবস্থায় আমি যখন বাসে উঠতাম কাকতালীয় ভাবে সাথে সাথে বসার জন্য সিট পেতাম। খুব কম সময়ই এসেছে যখন আমাকে ঝুলে ঝুলে কোথাও যেতে হয়েছে ... বাসে উঠে তখন আমার শুধু দুটি কাজ থাকতো ...
১। কানে হেডফোন দিয়ে গান শুনা ...
২। যারা বাসে ঝুলে থাকতো তাদের চেহারা দেখে দুঃখ প্রকাশ করা আবার মাঝে মাঝে অনেকের ঝুলে থাকার দৃশ্য দেখে হাসা ..


# কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস !!!
এখন অফিসে যাওয়ার জন্য সকাল-বিকাল দুই বেলাই আমাকে রীতিমত মোঘল সৈন্যদের মত যুদ্ধ করতে হয় বাসে উঠার জন্য ...
এখানে পার্থক্য শুধু মোঘল সৈন্যদের মত তলোয়ারের বদলে আমি আমার দুটি হাত ব্যাবহার করি সবাইকে ধাক্কা দেওয়ার জন্য আবার ধাক্কা সামলানোর জন্য ...
আর বসার সিট ... !! সেটা আবার কি ভাই ??
[ বি দ্র: আমি প্রায় ভুলতেই বসেছি বাসে বসার জন্য সিট বলে কোন কিছু আছে !! ]

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

জোছনা ......

আজ এত সুন্দর একটা পূর্ণিমা রাত যে এটা মুখে কিংবা স্ট্যাটাস দিয়ে বুঝানোর ভাষা আমার কাছে নেই ...
শহুরের জীবনে আমরা তাল মিলিয়ে চলতে গিয়ে প্রায় ভুলেই বসেছিলাম পূর্ণিমা রাত বলে কিছু একটা আছে .।।

শেষ কবে জোছনা মাখানো ঢাকা শহরের পিচ ঢালা রাস্তায় হেঁটেছেন বলতে পারবেন ??
পারবেন না ... কারন জোছনা মাখানো পিচ ঢালা রাস্তায় আপনি হাঁটলেও সোডিয়াম লাইটের আলোর কারনে বুঝবেন না জোছনা কি জিনিস অথবা জোছনার কি মায়া...

আজ থেকে সাড়ে চার বছর আগে আমার এভাবে জোছনা মাখানো রাস্তায় হাঁটার অভিজ্ঞতা হয়েছিল ... আজ আবারও সেই অভিজ্ঞতা হল অফিস থেকে বাসায় ফেরার সময় ...
তখন আমার সঙ্গী ছিল মোবাইলের কিছু গান আর আমার হেডফোন আজও এর বিপরীত হল না ..

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

অনুতাপ ...

তুমি ছলনা ছাড়া কি দিয়েছ আমাকে ... ???
 কিন্তু দেখ এতকিছুর পরও আমাকে তুমি ভুলতে পারছ না ... পারবে কিভাবে ... ???
তোমার ছলনার আড়ালে তুমি নিজেরই অজান্তে কখন যে আমাকে ভালোবেসে ফেলেছ সেটা তুমি কখনোও বুঝতে পারোনি ......
মনে রেখো তোমার নাম ছাড়া এই বেনামী ভালবাসা গড়ে উঠেছে শুধু মাত্র আমার প্রচণ্ড ভালবাসার ফলে ...

কিন্তু এখন আমি আর তোমাকে চাই না ... কারণ অনুতাপই এখন তোমার বড় প্রাপ্য ...
আর তাই পরিশেষে তোমার অভিমানের পাত্র হয়ে বাকি জীবনটুকু বাঁচতে চাই ...

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

তোর বিশ্ব ...।।

তোর শহর বিশ্ব দেখে অপার হয়ে ... আমার শহর বিশ্ব দেখে আমার দৃষ্টির বাহিরে গিয়ে ...।।
তোর শহর অনেক নাগরিকে মুখরিত ... আমার শহরে আমি একা নির্বাসিত ...।।
তোর শহরে আমি সহ সবাই তোকে ভালবাসে ... আমার শহরে তুই সহ সবাই আমাকে ঘৃণা করে ...।।
তোর শহরে ভালবাসা মানে হাজার বার ভালোবাসি বলা ... আমার শহরে ভালবাসা মানে সদ্য ফোটা এক গুচ্ছ নীল পদ্ম ...।।
তোর শহরে কোন সময় নেই আমকে ভালবাসার ... আমার শহরে সময়ের কোন মূল্য নেই তোকে ছাড়া ...।।

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

ফিরে আসো ...।।

শুকিয়ে গিয়েছে আমার ভালবাসার ফুল ... শতরুপা ফুল এখন আর ফোটে না ...।।
কতো সৃতি আর কতো ভালোলাগা ... এক নিমিষেই সব ভুলে যাওয়া ...।।
চোখের পলক খুলে দেখি তুমি নেই ... আবছায়ার আড়ালে শুধু আমি একা ...।।
পথ খুঁজে পাবে না তুমি আমাকে ফেলে ... ফিরে এসো বলে ডাকি শুধু ...।।
আসবে না তবুও ফিরে !!!

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

অকৃতজ্ঞতা ......।।

না বলা কথাগুলো আজ জমেছে মেঘের মত ... মনের কষ্টগুলো এসে ঝরিয়েছে বৃষ্টি ...
চেনা অচেনা অনেক লোকের ভিরে হারিয়েছি কাছের মানুষগুলোকে ...
নিজেকে ধু ধু বালুচর করে ... ভরেছি সবার মন জোয়ারের পানি দিয়ে ...
অদ্ভুত সেই সময়গুলো .... চোখের পলকে আজ সবাই ভুলে গেল ...
হয়ত একদিন থাকবো না ... ভুলে যাবে সবাই আমাকে সময়ের স্রোতে ...
শুধু থেকে যাবে আমার কথাগুলো মেঘের মত আর কষ্টগুলো এসে ঝরাবে আবার সেই বৃষ্টি ...

শনিবার, ১৫ জুন, ২০১৩

ভালবাসার বৃত্ত ...।।

ভালবাসা একটি বৃত্তের ভিতর কেন্দ্রীভূত থাকে । হাসি-কান্না, সুখ-দুঃখ সব ঐ বৃত্তকে ঘিরে ।
বাহিরের কোন দমকা হাওয়া কিংবা সমাজের কোন বাধা এই বৃত্তকে ভেদ করে ঢুকতে পারে না ।
তাই ভালবাসলে ঐ বৃত্তের ভিতরে থাকা অনেকটা নিরাপদ । কিন্তু বৃত্তের ভিতরের মানুষগুলোর কোন স্বাধীনতা থাকে না । বাহিরের দুনিয়াকে তখন পর করে দিতে হয় নিজেদের তৈরি করা শর্তের জন্য । আর এই শর্তগুলোই একসময় কাল হয়ে দাড়ায় । কারন এই শর্তগুলোর কারনেই এক সময় এই ভালবাসার বৃত্তটি ভাঙ্গে ।

রবিবার, ৯ জুন, ২০১৩

এক পলক ভালবাসা ......।।

অপলক দৃষ্টিতে দেখা আর এক পলক দেখার মাঝে কোনটি সর্বোত্তম ।।
আমি বলবো একপলক...একপলক দেখার মাঝে হয়ত কোন বিশেষ ভালো লাগা নেই ... কারন এখানে কিছুটা অপূর্ণ থেকে যায় ... কিন্তু এই একপলক দেখাই সারাজীবন মনের জানালায় নাড়া দেয় ।
একপলক দেখার মাঝে যে শান্তি হাজার খুঁজলেও অপলক দৃষ্টিতে খুঁজে পাওয়া না ....
কারন এই একপলক দেখাই মনের আকাঙ্খা বাড়িয়ে দেয় আবার একপলক দেখার জন্য ....

নারী ...।।

সময়ের মত নারীজাতি কারো জন্য অপেক্ষা করে না । বলতে গেলে এক কথায় অপেক্ষার সাথে তাদের এলারজি আছে !! আর সময়ের সাথে সাথে যেহেতু সবই বদলায় সেহেতু নারীদের মনটাও বা কেন বদলাবে না। আজ হয়ত কথা বলছে ছেলেটার সাথে কাল হয়ত নাও বলতে পারে। এটাই স্বাভাবিক। ভয়ের থেকে ভাল,তাকে মনের কথাটি বলে তার মতা মতটা জেনে নেওয়া। নাহলে সারাজীবন আক্ষেপ হয়ে থাকবে কথাটি। আর বলতে হবে,ইসস...আর একবার যদি !!!
তাই সময় থাকতে মনের কথা বলা উচিত নয়তো.......ঐ ইসস...নিয়াই থাকতে হবে !!

সোমবার, ২০ মে, ২০১৩

ধ্রুমজাল...

তুমি তো সব সময় ছিলে আমার স্বপ্নে ... তবে কেন তুমি ধরা দিলে...।।
তুমি তো সব সময় ছিলে বাঁধা আমার সময়ের সাথে ... তবে কেন তুমি ফুরিয়ে গেলে ...।।
ধ্রুমজাল সৃষ্টি করে হারিয়ে যাওয়া আবার এক ফালি হাসি দিয়ে কাছে আসা  ...।।
বোধগম্য নয় আমার তাইতো সময়গুলো উড়িয়ে দিলাম শুধু কবিতা লিখে ....।।

শুক্রবার, ১৭ মে, ২০১৩

অশ্রু ...

যখন আমার চোখের অশ্রু বৃষ্টির পানিতে মিশে একাকার হয়ে যায় ... তখন আমি খুঁজে পাই না আমার অশ্রুগুলো কোথায় ... ।। হয়তো এখানে কোন গল্প আছে ...।।
জীবনের প্রদীপ হয়ত নিভে যাবে একদিন ... তবে নিয়তির জন্য কারনে অকারনে কেঁদে কেউ কি কিছু পেয়েছে কোনদিন ... ।। হয়তো এখানেও কোন গল্প আছে ...।।
আমার হাতে সব ধরে গেল শুধু আমার অশ্রুগুলো ধরল না ...
হয়তো বৃষ্টি চায় না আমি কাঁদি না হয় নিয়তি চায় না আমি কাঁদি ... হয়তো এটাই সেই গল্প ...

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩

সুদ কষা ...

সূর্য উদয় আর সূর্যাস্তের সময়ই খুঁজে পাই,
আমার স্বপ্ন গুলোকে বিসর্জন দেওয়ার তিক্ত অনুভূতি ..।।
সাগরের নোনা  জলে আর চোখের জলেই শুধু  খুঁজে পাই তোমাকে হারানোর বেদনা ...।।
ক্যালকুলেটর ধরেও মিলাতে পারছি না জীবনের চাওয়া পাওয়ার হিসাব ......।।
ঘড়ি দেখেও বলতে পারছি না বাঁচবো আর কত দিন ...।।
তবুও সময়ের উপর ছেড়ে দিলাম আমার আত্মাকে...।।
সময়ই খুঁজে নিবে আমাকে সময়ের প্রয়োজনে ...।। 

অশ্লীলতা ...

ভালবাসা বিশ্বাস এখন নির্ভর করে শারীরিক চাহিদার উপর। আবেগের বশে প্রেমিক প্রেমিকরা দৈহিক কামনায় লিপ্ত হয় । কিন্তু এই কামনার ফলে এক ধরনের মানসিক অথবা জৈবিক চাহিদার সৃষ্টি হয়।
এই ঘটনা বার বার পুনরাবৃত্তির ফলে সেখানে আর ভালবাসা থাকে না, চলে আসে জৈবিক চাহিদা। তাই বলা বাহুল্য প্রেমিক প্রেমিকাদের জন্য" বিড়াল যদি মাছের গন্ধ পায় সে বার বার খেতে চাইবে"
কেন এই ভালবাসার মত প্রবিত্র বস্তুতে অশ্লীলতা মিশাতে গিয়ে শেষ মেষ ভালবাসাকে বিসর্জন দিতে হয় ?
 

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩

মৃত্যুর মিছিল...

মৃত্যু যেখানে আজ জীবনের কাছে পরাজিত .....
জীবিকার তাগিদে বেঁচে থাকার অদম্য স্পৃহা ।।
দেয়ালের পর দেয়ালে ছড়িয়ে পরেছে শ্রমজীবী মানুষগুলোর রক্ত ।
মাটির নিচে চাপা পড়েছে ওদের ছোট ছোট সপ্ন গুলো ...
তবুও থামছে না শোষকদের রক্ত চোষার প্রবণতা ... নৈতিক মূল্যবোধ যেখানে আজ পদদলিত...
স্বজন হারানোর ব্যথা সেই বুঝে যার হারায় ...... তবুও যেন থামতে চাইছে না লাশের মিছিল ।।

শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

অভিজ্ঞতা লব্দ জ্ঞান !!!!!!!!

কেউ যদি কারও সম্পর্কে ভাল মন্দ কিছু না জেনে না বুঝে তার সম্পর্কে মন্তব্য করে এটা কি মেনে নেওয়া যায় ??
আমি তো বলিনি আমাকে পরখ করো , আমাকে বুঝার চেষ্টা করো ..।।
তবুও বলল আমাকে সে ঘৃণা করে !!!!!!!!!!
আজব দুনিয়া ... আরও বেশি আজব এর প্রাণী গুলো ...

প্রশ্ন ......

শুধু তোমাকেই ভালবাসতে চায় এই মন ...
তাইতো আমি মজনু হলাম ...।।
শুধু তোমাকেই দেখতে চায় এই মন ......
তাইতো আমি পথিক হলাম ...।।
জানি না এ কেমন অপেক্ষা ...... কিভাবে কাটবে প্রহর গুলো ??
যাকে আমি চাইলাম ... আদৌ  কি তাকে আমি পেলাম ??
কি লাভ হল হৃদয় ভেঙ্গে ... কোন স্বর্গ সুখ পেলে তুমি ??

সঙ্গী ...

সবার ভাগ্য সময়ের হাতে ... আয়না আছে কিন্তু চেহারা গুলো মিথ্যা ...।।
সাফল্য পেলও কিছু অপূর্ণতা থেকে যায় ,
যদি সাফল্যকে ভাগা ভাগি করার মত কোন সঙ্গী না থাকে ...।।
তাই সঙ্গী ছাড়া সব কিছুই অপূর্ণ ....।।

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

অধরা ভালোবাসা ......।।

মনে হচ্ছে সব রং গুলো দূরে চলে গিয়েছে আমার জীবন থেকে ... সব কিছু আজ বৃথা মনে হচ্ছে ।। কল্পনার রাজ্যে আজ আমি রাজা...।। 
কিন্তু বাস্তবতার রাজ্যে আমি রাজ্যে আমি শুকনো পাতা ছাড়া কিছু নই ... শুধু ঝড়েই গেলাম.... (খসড়া ১)
 

পৃথিবীর সব কোলাহল থামলে মনে হয় , এসে গেল রাত ...।।
খুব কষ্ট হয় এই সময়টুকু পার করতে ...।।
ভয়ানক একাকীত্ব আর দুঃসহ যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খায় ...।।
জানি না কেন এই রাত , এখন আমার বড় শত্রু হয়ে গেল ...।।

এইতো কিছু সময় আগেও এই রাতে চোখ বুজে কল্পনার রাজ্যে রাজত্ব করতাম...।।
কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো ??  (খসড়া ২)


আগের থেকে এখন অনেক ভালো আছি ......... এখন আর কাঁদি না ...।।
শুধু আফসোস হয় আসলে কে কাকে হারাল ...???
আমি হারালাম নাকি না সে আমাকে ????????? 

যা হল ভালই হল ......... এখন আমি মুক্ত !!!
!!!!!!!!! ভেঙ্গে মোর ঘরের চাবি ... নিয়ে যাবি কে আমারে !!!!!!!!!!! 
(খসড়া ৩)


হতে পারে অন্য কারো জন্য আমার অন্তরের ভালোবাসার দরজাটি আজ বন্ধ ......
কিন্তু মনের জানালা তো সব সময় খোলা থাকে সবার জন্য ...

কেউ এসে এখন আমাকে আলকিত করতে পারে আবার আমাকে সুখের ভেলায় ভাসাতে পারে ... কিন্তু আমাকে এখন আর কাঁদাতে পারবে না ......।।
কারন আমি হোঁচট খেয়ে শিখেছি কিভাবে মানুষ চোখের পলকে ধোঁকা দিতে পারে ......।।
তোমার এই বিশ্বাস এর মূল্য আমি আমার জীবন দিয়ে হলেও আমি রক্ষা করব ......।।
শুধু তুমি আমকে ধোঁকা দিও না ......।।
(খসড়া ৪)



শুরু থেকে শেষ অব্দি আমি একাই ছিলাম .....
মাঝে কিছু মিছে মায়া ঘিরে রেখে ছিল আমায়......।।
দু চোখে আজ শুধু ঘুম আর ক্লান্তির ছায়া ......... রাত জেগে আর কি হবে ??
কেউ তো আর আমার জন্য জেগে থাকবে না .........।। 

ভালোই হল ।। ঝামেলাটা বিদায় হল... হাফ ছেড়ে বাঁচলাম ............ (খসড়া ৫)

ছেলেমানুষি ...

নীলিমার দিগন্তের শেষ কোনে .....
রংধনুর রং গুলো আজ ছড়িয়ে দিলাম আমার অন্তরের ক্যানভাসে...।।  
কাঁচা হাতে আঁকছি ছবিটি ...... 
কখনো এবড়ো থেবড়ো হচ্ছে কিন্তু রং নিয়ে খেলাটা এখন জমে উঠেছে ...।।
রোদের আলোয় আর রাতের জোছনায় ছবিটি মনের জানালায় উঁকি দেয়...
কিন্তু ক্যানভাসে ছবিটি ধরা দিচ্ছে না ..........।। 
আমি যে আজ বড় ছন্নছাড়া কারন ছবিটি আমার চাই চাই ......।।

বাজে খসড়া ...

তোমাকে ছাড়া আমি বাঁচবো তবে কেন এতো করুনা ??
তোমাকে ছাড়া আমি সব সইবো তবু তোমাকে আর না ...।।
তোমাকে ছাড়া আমি কাঁদবো তবু আমার চোখের জল তুমি না ......।।
তোমাকে ছাড়া আমি সব সত্য মেনে নিবো তবু কেন এতো মিথ্যা বল ??
তোমাকে ছাড়া আমি বাঁচবো ... তোমাকে ছাড়া আমি সব সইবো ...
তোমাকে ছাড়া আমি কাঁদবো... তবু তোমার কাছে আর ফিরব না .........।। ( ১ম পর্ব )



শত শত কবিতা ছুড়ে ফেললাম তোমার ঐ কুৎসিত মনে ......।।
লজ্জা হল না তোমার ছুড়ে ফেলা কবিতাগুলো বুকে আগলে রাখতে .........।।
তোমার যত ভালো লাগা সব আমি নিলাম আর তোমাকে শুধু ঘৃণাই করলাম ......।।
তবুও তুমি বেঁচে থাকো এই ধরণীর বুকে ......
ঘুমিয়ে থাকো নরম ঘাসে ... মাথা রাখো তুমি আমার বুকে ......।। সিক্ত হও তুমি অতল জলে...।।
( ২য় পর্ব )

সহ্য

আমি আর চাই না কেউ আমাকে ভালো জানুক .....
আমি আর চাই না কেউ আমার জন্য কাঁদুক.........
সবাই আমাকে ভুল বুঝুক ...... সবাই আমাকে পাপী ভাবুক ......
তবুও আমি বদলাবো না ...... মানুষকে বিশ্বাস করে যাবো ......।।
কেউ বিশ্বাস ভাঙ্গলে ভাঙ্গুক .........।। শুধু একটু না হয় কাঁদবো ...... তবুও আমি সইবো ......

বৃষ্টি সমাচার ...।।

প্রকৃতির কাছে মানব জাতির অনেক কিছু শিখার আছে ... কারন কিছু বিশেষ ক্ষেত্রে প্রকৃতির মানসিক ক্ষমতার কাছে মানব জাতি খুব দুর্বল ...... যেমন
" প্রকৃতি তার সব কষ্ট গুলো বৃষ্টির মাধ্যমে ঝরিয়ে দিচ্ছে আর নতুন করে নিজেকে সতেজ করে সাজিয়ে নিচ্ছে... কিন্তু মানব জাতি তার সব কষ্ট গুলো শুধু চোখের জল দ্বারা ঝরিয়ে দিতে পারি না বরঞ্চও জীবন চলার পথে কষ্ট গুলোকে বোঝা করে সামনে আগানোর প্রত্যয়ে সংকল্প হয়..."
যাহা মোটেও মানব জাতির কাছে কাম্য নয়......