শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

একাকী আত্মপক্ষ সমর্থন ...

আমাদের ৫১বর্তী পরিবারগুলো ভাঙতে ভাঙতে আজ এমন আকারে নিয়েছে যে আমারা এখন না চাইলেও অটোমেটিক স্বার্থপর হয়ে যাচ্ছি !! যা খুবই ভয়ংকর একটি জাতির উন্নতির জন্য।
খুব প্রয়োজনের কথা দূরে থাক, আমারা আশেপাশের মানুষগুলোকে এড়িয়ে চলার জন্য
কতটা নিচে নামি মাঝে মাঝে !!
খুব খারাপ লাগে যখন কাউকে দেখি এই ধরনের কাজগুলো করতে। কিছুই বলতে পারি না ...
চুপ করে শুধু দেখি !! সবাই শুধু নিজেকে দেখানোর জন্য ব্যস্ত ...

আমারা যারা এই ঢাকার চার দেয়ালে খাঁচার ভিতর থাকি ...
আমাদের আনন্দগুলো স্বভাব বশত একটু হাস্যকর হয় ...কারন আমারা অনেক ছোট ছোট বিষয়ে অনেক আনন্দ খুজি এবং খুঁজেও পাই !! আমাদের কাছে বিনোদনের নাম হল ...
১) হাতিরঝিল ২) বসুন্ধরা সিটি ৩) বেড়িবাঁধ ৪) আশুলিয়া ৪) ফ্যান্টাসি কিংডম !!
আর নতুন সংযোজন  " যমুনা ফিউচার পার্ক "  !!!
খুব বেশি দিন আর নেই আমাদের রোবট হতে ... হতেও পারে এই পৃথিবীতে আমারা সবার আগে মানুষরুপী রোবট হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করবো  !!!
কারন আমাদের পক্ষে অসম্ভব বলে কিছুই নেই ... আর আমাদের জাতির নোবেল প্রাইজ থেকে দুর্নীতির প্রথম প্রাইজ পাওয়া পর্যন্ত সকল ধরেনের প্রাইজ পাওয়ার অভিজ্ঞতাই আছে !!

আজ আমারা ভাল মন্দ বিচার না করে বাহিরের বিভিন্ন কালচার আমাদের ভিতর ঢুকিয়ে নিচ্ছি ..
হয়তো আমার মত জেনারেশনই আমাদের নিজস্ব বাঙ্গালী অস্তিত্ব শেষ দেখছে !! এর পর হয়তো আর কেউ দেখবে না আগের মত ... দেখেলেও ঐখানে বাঙ্গালী কম বিদেশী থাকবে বেশি ...
সবাই শুধু শো-ডাউন নিয়ে ব্যস্ত থাকবে ... কে কার থেকে কত বেশি সুখি এই শো-ডাউন !!
কিন্তু ভিতরে কিছুই থাকবে না সুখ নামের ...সব থাকবে শূন্য !!
এখনো সময় আছে ... হারিয়ে যাওয়ার মত সময় এখনো হয়নি ...

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

বেঁচে থাকা ...



সময় গুলো চলে যাচ্ছে ...।।
ধূসর রোদে আবছা আলোয় ......।।
নীল আকাশ আর নীল নীল কষ্ট গুলো ....।।
না আছে আসমান না আছে জামিন...
পাখি গাইছে গান , দুলছে বৃক্ষের পাতা ...
বলছে শুধু তুমি আছো এই হৃদয়ে ......।।
শুধু আমিই নেই কিন্তু আছে আমার নিঃশ্বাস আর বুকের স্পন্দন ...।।
এতো গভীর ভালবাসা আর এতো কাছে আসা...।।
আজ আমি থেকেও নেই তোমার ভালবাসার মাঝে ...
তবুও আমি বেঁচে আছি ... বেঁচে থাকবো শুধু আমার ভালোবাসার মাঝে ...।।

না বলা কথা ...



একটি কথা মুখে এসেও আসলো না ...
শুধু চোখের ভাষায় রয়ে গেল ...
কখনও তুমি , কখনও আমি বলতে গিয়েও পারিনি .........
কিন্তু কথাটি ছিল আমাদের দুজনের...।।
শুধু অনুভব করতাম  কি বলব ?
কিন্তু অনুভবই কি সব ?
কথাটি কি ছিল আমি জানি আবার তুমিও বুঝো...
কারও কাছে লুকিয়ে রাখিনি... সবাই জানতো...
শুধু আমরাই বলতে পারিনি মুখ ফুটে .........।।